চাটখিলে ৭ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক এক আসামীকে পুলিশ তথ্য প্রযুক্তির সহযোগিতায় ফেনী থেকে গতকাল রোববার রাতে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সুমন চাটখিল পৌর এলাকার ভীমপুরের আবুল হোসেনের ছেলে। সুমনের বিরুদ্ধে হত্যা, ডাকাতি সহ ৭টি মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলায় সে ওয়ারেন্টভুক্ত আসামী।
চাটখিল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ইমদাদুল হক জানান, তথ্য প্রযুক্তির সহযোগিতায় আসামীর অবস্থান নিশ্চিত হওয়ার পর থানার একটি বিশেষ টিম অভিযান চালিয়ে সুমনকে গ্রেফতার করেছে। সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।