চাটখিল কলেজের সাবেক ভিপি ও আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান (ভিপি মিজান) এই নিয়ে ৩য় বার চাটখিল উপজেলা বিআরডিবি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে নির্বাচন পরিচালনা কমিটি এই ঘোষনা দিয়েছে। ঘোষিত ফলাফলে সহ-সভাপতি পদে মোরশেদ আলম এবং পরিচালক পদে আনোয়ারুল ইকবাল ও সঞ্চয়শীল নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে আর কোন প্রার্থী মনোনয়ন পত্র জমা না দেওয়ায় তাদের কে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত ঘোষনা করা হয়।
фак
Все серии сезоны
сериал взятка с буруновым