নোয়াখালীর চাটখিলে মাদক বিক্রির প্রতিবাদ করায় মাদক কারবারিরা ২ যুবকের উপর হামলা করার অভিযোগ পাওয়া গেছে। হামলার শিকার ঘাটলাবাগ গ্রামের নেহালি বাড়ির বদিউল আলমের ছেলে মো. আবদুল আজিজ (২৬) ও চাটখিল পৌরসভার দশানীটবগা গ্রামের নুরনবীর ছেলে মো. রনি (২৫)। এই ব্যাপারে হামলার শিকার আবদুল আজিজ সোমবার (০৭ নভেম্বর) সকালে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, নারায়নপুর পাটোয়ারী বাড়ির মো. সিরাজের ছেলে মো. সোহাগ (৪০) ও অদুদ মিয়ার ছেলে মো. ইয়াছিন (২০) এবং ঘাটলাবাগ লদের বাড়ির নুর হোসেন (৩৭) সংঘবদ্ধভাবে এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রি করায় আজিজ সহ এলাকার জনগন প্রতিবাদ করে। এতে ঐ মাদক কারবারিরা ক্ষিপ্ত হয়ে গতকাল রোববার রাতে আজিজের উপর হামলা করে। আজিজের চিৎকারে রনি আগাইয়া আসিলে হামলাকারীরা রনিকেও হামলা করে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা সেবা প্রদান করেন।
থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, অভিযোগ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।