চাটখিল উপজেলা প্রশাসন কর্তৃক ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে ২দিন ব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০২১ আয়োজন করা হয়েছে। আজ সোমবার (২৯ নভেম্বর) সকালে মেলার উদ্বোধনী দিনে উপজেলা নির্বাহী অফিসার এএসএম মোসা’র সভাপতিত্বে এক আলোচনা সভা উপজেলা মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ.এম আলী তাহের ইভু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া।
আলোচনা সভায় বক্তব্য রাখেন চাটখিল প্রেস ক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মো. হাবিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, মল্লিকা দিঘীরপাড় মাদ্রাসার অধ্যক্ষ আবদুল মান্নান, শাহাপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ আলম স্বপন, মাধ্যমিক সহকারি শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী।
বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় উপলোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ২২টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহন করে। আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিবৃন্দ উপজেলা মাঠে আয়োজিত মেলার বিভিন্ন স্টল ঘুরে-ঘুরে দেখেন।
непосредственность
turns
489