চাটখিল উপজেলার দক্ষিণ রামনারায়নপুর রঞ্জন আলী মুন্সী বাড়ির আবদুস সামাদের বসত ঘরে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এই ব্যাপারে ভুক্তভোগী সামাদ চাটখিল থানায় রোববার দুপুরে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, দক্ষিণ রামনারায়নপুর আবিদ সরদার বাড়ির আবুল কাশেমের ছেলে আবদুল হাকিম (৩০), রঞ্জন আলী মুন্সি বাড়ির খোরশেদ আলম সুমন (৩৭), রুহিতখালী গ্রামের বিনোন্দী ভূঁইয়া বাড়ির ফাহিম (২৩) সহ ১৫/১৬ জন সংঘবদ্ধ হয়ে শনিবার (০৯ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে আবদুস সামাদের বসত ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। এতে ভূক্তভোগীর বাবা হারুনুর রশিদ বাধা দিতে আসলে সংঘবদ্ধ হামলাকারীরা তার উপর হামলা চালিয়ে তাকে আহত করে। হামলাকারীরা ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণাংলকার লুট করে নিয়ে যায়। এতে তাদের আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী। এছাড়াও হামলাকারীদের বাধা দিতে আসায় স্থানীয় আরো কয়েক জনের বসত ঘর ভাংচুর করে তারা।
চাটখিল থানার ওসি মো. গিয়াস উদ্দিন অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
bb-mail.ru
mb588.ru
mol-centr.ru
mymoda24.ru