নোয়াখালীর চাটখিলের দৌলতপুর ফাউন্ডেশনের উদ্যোগে ৩নং পরকোট ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবতেদায়ী মাদ্রাসা ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের অংশগ্রহনে বৃত্তি পরীক্ষা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় ২১৪জন পরীক্ষার্থী অংশগ্রহন করে।
উপজেলার পরকোট ইউনিয়নের দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ক্বারী ইব্রাহিম (র.) মহিলা দাখিল মাদ্রাসায় শনিবার সকাল ৯টা থেকে ১০:২০মিনিট পর্যন্ত এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন দৌলতপুর ফাউন্ডেশনের সভাপতি গোলাম কিবরিয়া ভূঁইয়া, সাধারন সম্পাদক কামরুজ্জামান, উপদেষ্টা আলহাজ্ব শামছুদ্দিন শামীম, আবুল হাছান কুসুম সহ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।