নোয়াখালীর চাটখিলের শোশালিয়া গ্রামের শেখের বাড়ির প্রবাসী আবদুল হান্নানের স্ত্রী ফারজানা আক্তার সোহানা আজ মঙ্গলবার (২১ডিসেম্বর) সকালে পরিবারের লোকজনের অগোচরে শয়ন কক্ষের সিলিং ফ্যানের সাথে ওড়ানা পেছিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের পক্ষ থেকে থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল থেকে সোহানার ঝুলন্ত লাশ উদ্ধার করে।
জানা যায়, সোহানার সাথে একই বাড়ির আবদুল হান্নানের পারিবারিকভাবে গত একবছর আগে বিয়ে হয়। আত্মহত্যার কারন জানা যায়নি।
চাটখিল থানার ওসি মো. আবুল খায়ের জানান, প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধারের পর নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরন করা হয়েছে।
эксгибиционист
Новый сериал
сериал за гранью