চাটখিল পৌর শহরের ভীমপুর বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজের প্রধান শিক্ষক আবদুল বাতেন এবং কৃষি শিক্ষক সালমা আক্তারের আকষ্মিক মৃত্যুতে এক শোক সভা বৃহস্পতিবার (৩০ জুন) সকালে বিদ্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এএসএম মোসা এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান ভূঁইয়া। এছাড়া শোকসভায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শোক সভায় বক্তারা দুই শিক্ষকের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। সভা শেষে তাদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাতে দোয়া করা হয়। উল্লেখ্য প্রধান শিক্ষক আবদুল বাতেন ২৫ মে বুধবার এবং কৃষি শিক্ষক সালমা আক্তার ২৯ মে রবিবার মারা যান।
смотреть властелин колец 1