পূর্বশিখা রির্পোট:
চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারি ডিগ্রি কলেজের ডিগ্রি ২য় বর্ষের ছাত্র কাউছার মাহমুদ নাইম (২১) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল শুক্রবার বিকেলে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে ফাঁস দিয়ে তিনি এই ঘটনা ঘটিয়েছেন। নাইম উপজেলার কাঁকড়াপাড়া আমিন উল্যা বেপারি বাড়ির রফিকুল ইসলাম বাচ্চুর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নাইম এর পরিবারের সদস্যরা আত্মীয়ের বাড়িতে দাওয়াতে গেলে নাইম বাড়ির সদস্যদের অনুপস্থিতিতে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে রশি দিয়ে গলায় ফাঁস দেয়। পরে তার চাচাতো বোন জানালা দিয়ে দেখে চিৎকার দিলে বাড়ির লোকজন এসে পুলিশকে সংবাদ দেয়।
চাটখিল থানার ওসি (তদন্ত) হুমায়ন কবির জানান, সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় এনেছে। শনিবার (৩০ জুলাই) দুপুরে ময়না তদন্তের জন্য লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রির্পোট আসলে ঘটনার বিস্তারিত জানা যাবে।
Просмотр сериалов
2428
кино смотреть онлайн бесплатно
камиль котен актриса