চাটখিল পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ, সকল অঙ্গ ও সহযোগী সংগঠন, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও সকল সুবিধাভোগী জনসাধারনের সাথে এক মতবিনিময় সভা করেন স্থানীয় সংসদ সদস্য এইচ.এম ইব্রাহিম। শনিবার (২৬ আগস্ট) বিকেলে চাটখিল মহিলা ডিগ্রি কলেজের হল রুমে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ ইসমাইল হোসেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ বেলায়েত হোসেন, সাধারন সম্পাদক নাজমুল হুদা শাকিল, চাটখিল পৌর মেয়র মোঃ নিজাম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু, ইউপি চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুণ, পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি বজলুর রহমান লিটন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম প্রমুখ।
সভায় এইচ.এম ইব্রাহিম এমপি বলেন, আওয়ামীলীগ সরকার ধারাবাহিক দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় থাকায় দেশের অভাবনীয় উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আবারো আওয়ামীলীগের বিজয় নিশ্চিত করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি সভায় উপস্থিত বিভিন্ন লোকজনের মাধ্যমে ওয়ার্ডের বিভিন্ন বিরাজমান সমস্যা অবগত হয়ে সমাধানের আশ্বাস দেন।