নোয়াখালীর চাটখিল উপজেলার ২নং রামনারায়নপুর ইউনিয়নের ছোবহানপুর বাজারের পাশে পাঁচঘরিয়া গ্রামের ইতালি প্রবাসী ডাঃ শফিকুল ইসলাম বাবলুর আমিন ভিলায় ডাকাতির ঘটনায় পুলিশ সুপার শহীদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার ৪দিন পর রোববার (২১ আগস্ট) তিনি এই পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন, বেগমগঞ্জ সার্কেল (অতিঃ পুলিশ সুপার) মোঃ নাজমুল হোসেন রাজিব, চাটখিল থানার ওসি (তদন্ত) মোঃ হুমাযুন কবির সহ স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ।
জেলা পুলিশ সুপার শহীদুল ইসলাম ঘটনাস্থলের বিভিন্ন আলামত পর্যবেক্ষণ করে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলে ঘটনার রাতের বিস্তারিত অবগত হয়ে ডাকাতির সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন। উল্লেখ্য গত বুধবার গভীর রাতে ঐ ইতালি প্রবাসীর ঘরে ডাকাতির ঘটনায় বৃহস্পতিবার সকালে ক্ষতিগ্রস্ত পরিবার অভিযোগ দায়ের করে। পুলিশ ঘটনার সত্যতা পেয়ে মামলা হিসেবে রেকর্ড করলে পুলিশ সুপার ঘটনাস্থল পরির্দশন করেন।
223
расти
тупой
претенциозный
окститься
Все сезон и серии
41