নোয়াখালী জেলার চাটখিলের পাল্লা মাহাবুব উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ এবং বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান রোববার (২৭ মার্চ) সকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও এনআরবি ব্যাংকের ভাইস চেয়ারম্যান গোলাম কবির হুমায়নের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য এইচ.এম ইব্রাহীম।
সভায় বক্তব্য রাখেন, চাটখিল উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক হাজী বিল্লাল চৌধুরী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আহমেদ হোসেন সোহাগ, স্থানীয় ইউ.পি চেয়ারম্যান মেহেদী হাাসন বাহালুল প্রমুখ।
সভা শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি বিতরণ করেন।
фатальный
оказия
Смотреть онлайн сериалы
624
89
сериал видеть смотреть онлайн
соломон кейн лордфильм