গতকাল শুক্রবার গভীর রাতে উপজেলার খিলপাড়া বাজার সংলগ্ন আজাদ কলোনীর দুইটি ঘর এবং দুইটি দোকান সহ মোট ৪টি ঘর পুড়ে ছাঁই হয়ে যায়। সংবাদ পেয়ে চাটখিল ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত বলে জানা যায়।
খিলপাড়া বাজার বনিক সমিতির সহ-সভাপতি হারুন অর রশিদ (হারুন ভেন্ডার) জানান, একটি ঘরে নগদ দেড় লাখ টাকা সহ ক্ষতির পরিমাণ প্রায় ১২ লাখ টাকা। শনিবার সকালে অগ্নিকান্ডের ঘটনাস্থল নোয়াখালী-১ আসনের এমপি এইচ.এম ইব্রাহীম পরিদর্শন করেছেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।